তেহরান (ইকনা)- ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ হোসেইন নুরি হামেদানি ভারতের রাজধানী দিল্লিতে উগ্র হিন্দুদের হাতে মুসলমান হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আজ (রোববার) এক বিশেষ বার্তায় বলেছেন, ভারতে মুসলিম নিধন অত্যন্ত ভয়াবহ ও বেদনাদায়ক অপরাধ যা আন্তর্জাতিক গণমাধ্যমের নীরবতার সুযোগে নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।
সংবাদ: 2610377 প্রকাশের তারিখ : 2020/03/08